ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

জামালপুর মেডিকেল কলেজের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
জামালপুর মেডিকেল কলেজের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জামালপুর: জামালপুর মেডিকেল কলেজের ক্লাসসহ সব ধরনের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামালপুর মেডিকেল কলেজসহ দেশের ১১টি মেডিকেল কলেজের কার্যক্রম উদ্বোধন করেন তিনি।



জামালপুর মেডিকেল কলেজ উদ্বোধন উপলক্ষে জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী মেলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা এমপি, জেলা প্রশাসক শাহাবুদ্দিন আহাম্মেদ, পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।