ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিরাজগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
সিরাজগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম উদ্বোধন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেডিকেল কলেজের উদ্বোধন করা হয়।



সিরাজগঞ্জ সেবা ইনস্টিটিউট চত্বরে আয়োজিত এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল ইসলাম।

এসময় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন তার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সেলিনা বেগম স্বপ্না এমপি, সাবেক মৎস্য ও প্রাণী সম্পাদ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সিভিল সার্জন শামসুদ্দীন, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এমরান হোসেন, সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় প্রমুখ।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম সিরাজগঞ্জে বিদ্যুৎ প্লান্ট, যমুনা নদীতে ক্যাপিটাল ড্রেজিং, শিল্পপার্ক, ট্রেন সার্ভিস চালু, জাতীয় জুট মিল চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ উন্নয়নের কারণে সিরাজগঞ্জের চেহারা আজ পাল্টে গেছে।

এসময় সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না প্রধানমন্ত্রীকে বলেন,  সিরাজগঞ্জের মানুষ বিএনপি-জামায়াতকে প্রত্যাখান করেছে। সিরাজগঞ্জবাসী এখন আপনার (প্রধানমন্ত্রী) পাশে রয়েছে।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে এমএমবিবিএস কোর্সে ৫০ শিক্ষার্থী ভর্তি করার মধ্যদিয়ে শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থাপিত ট্রমা সেন্টার ভবনে অস্থায়ী ভাবে শিক্ষার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।