রংপুর: বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান রংপুর আর্মি মেডিকেল কলেজের শিক্ষাকার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১০ জানুয়ারি) সকালে রংপুর সেনানিবাসের সেনা অডিটরিয়ামে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রতিষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় প্রধানমন্ত্রী রংপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদের সঙ্গে মতবিনিময় করেন।
রংপুরের উন্নয়নসহ গ্যাস সংযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে রংপুর সেনাবিনাসের ৬৬ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল সালাউদ্দিন নিয়াজী ও রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদও কথা বলেন।
ছয়জন সহযোগী অধ্যাপক ও পাঁচজন আর্মি মেডিকেল অফিসার এবং ৩৩জন স্টাফ নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেছে রংপুর আর্মি মেডিকেল কলেজ।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৫৪জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। রংপুর সেনানিবাসের পাশে ৫২ বিঘা জমির ওপর শুরু হয়েছে মেডিকেল কলেজের ভবন নির্মাণ প্রক্রিয়া।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫