ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

উপপরিচালক, আদ্-দ্বীন ফাউন্ডেশন

সেবার বাইরে কিছুই ভাবছি না

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
সেবার বাইরে কিছুই ভাবছি না ডা. মুহাম্মদ তরীকুল ইসলাম, উপপরিচালক, আদ্-দ্বীন ফাউন্ডেশন

ঢাকা: আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপপরিচালক ডা. মো. তরীকুল ইসলাম বলেন, 'বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান যে সাধারণ মানুষের সেবায় এত বড় দান করেছেন, তা সত্যিই অসাধারণ একটি দৃষ্টান্ত। কোনো লভ্যাংশ ছাড়াই বসুন্ধরা গ্রুপ এই প্রতিষ্ঠানের অংশীদার হয়েছে।

বসুন্ধরা গ্রুপ এই হাসপাতাল কমপ্লেক্স ও কলেজ ভবনের জমিসহ সব ধরনের অবকাঠামো তৈরি করে দিয়েছে। কলেজের ছাত্রছাত্রীদের বসবাসের জন্য আরো চারটি ভবন নেওয়া হয়েছে। '

ডা. তরীকুল বলেন, 'আমরা চাই, এই হাসপাতালের প্রত্যেক ডাক্তার-নার্স প্রকৃত অর্থেই মানবসেবায় ব্রতী হয়ে দিনরাত কাজ করবেন। তাঁরা যেন দায়িত্ব পালনের ক্ষেত্রে পুরোপুরি আত্মনিয়োগ করতে পারেন, সে জন্য আমরা বিভিন্ন ধরনের নিয়মকানুন তৈরি করেছি, যা হয়তো অন্য কোথাও পাওয়া যায় না। ' সৌজন্যে: দৈনিক কালের কণ্ঠ।

বাংলাদেশ সময় ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।