ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সোয়াইন ফ্লু রোধে শিবগঞ্জে মেডিকেল টিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
সোয়াইন ফ্লু রোধে শিবগঞ্জে মেডিকেল টিম

চাঁপাইনবাবগঞ্জ: পশ্চিমবঙ্গসহ ভারতে দ্রুত ছড়িয়ে পড়া সোয়াইন ফ্লু সংক্রমিত কেউ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সোনামসজিদ স্থলবন্দরে কাজ করছে একটি মেডিকেল টিম।

চার সদস্যের এই মেডিকেল টিম বন্দর দিয়ে প্রবেশকারীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন।

রোববার থেকে ৮০ জনের বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রেজ‍াউল রহমান।

তিনি জানান, ভারতে সংক্রমণ প্রতিরোধ না হওয়া পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরে এই মেডিকেল টিমের কাজ অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।