ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিরাজগঞ্জে চিকিৎসক-নার্সসহ ১৩ জনকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
সিরাজগঞ্জে চিকিৎসক-নার্সসহ ১৩ জনকে শোকজ

সিরাজগঞ্জ: কর্মক্ষেত্রে অনুপস্থিত ও দায়িত্বে অবহেলার অভিযোগে সিরাজগঞ্জের খোকশাবাড়ী ১০ শয্যার হাসপাতালের ২ চিকিৎসক ও ৫ নার্সসহ ১৩ জনকে শোকজ করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে সিভিল সার্জন ডা. শামসুদ্দিন এ ব্যবস্থা নেন।



সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বাংলানিউজকে জানান, খোকশাবাড়ী হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া যায়।

তিনি সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে গিয়ে প্রায় এক ঘণ্টা অবস্থান করে কাউকে খুঁজে পাইনি। ফিরে এসে চিকিৎসক জুলিয়া আক্তার ও সাইফুল ইসলাম, স্টাফ নার্স ৫ জন, উপ-সহকারী মেডিকেল অফিসার ৩ জন,  ফার্মাসিস্ট ২ জন ও ১ জন ক্লিনারকে শোকজ করা হয়েছে।

৩ দিনের মধ্যে উপযুক্ত জবাব না পেলে এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।