ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

৯ ধরনের ব্যক্তি কিডনি রোগের ঝুঁকিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
৯ ধরনের ব্যক্তি কিডনি রোগের ঝুঁকিতে বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উচ্চরক্তচাপের রোগীসহ সমস্যা রয়েছে এমন নয় ধরনের ব্যক্তি কিডনি রোগের ব্যাপক ঝুঁকিতে রয়েছেন। এসব রোগীদের দ্রুত ডায়াগনসিসের (পরীক্ষা) পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


 
বুধবার (১১ মার্চ) রাজধানীর কলাবাগানে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এ পরামর্শ দেন।
 
ল্যাবএইড হাসপাতালের ডায়াবেটিস কনসালট্যান্ট ডা. খালেদ শওকত বলেন, এদেশে কিডনি রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। যার অন্যতম কারণ কেমিক্যালযুক্ত খাবার গ্রহণ। শুধু এ কারণে প্রায় দুই কোটি মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছেন। তাই এ রোগের প্রভাব কমাতে ব্যাপক জনসচেতনা সৃষ্টি জরুরি।
 
তিনি বলেন, ডায়াবেটিস রোগী, উচ্চরক্তচাপ, কিডনি ইনফেকশন ও কখনো পাথর হয়েছে এমন রোগীর কিডনি বেশি ঝুঁকিতে। এছাড়া প্রস্রাবে বাধাজনিত সমস্যার রোগী, দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ সেবনকারী বা এন্টিবায়োটিক খাচ্ছেন এমন ব্যক্তি, শিশুকালে কিডনি সমস্যায় ভুক্তভোগী এবং যাদের বংশে ডায়াবেটিকস, উচ্চরক্তচাপ ও কিডনি রোগের পূর্ব ইতিহাস রয়েছে তাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি।
 
বক্তারা বলেন, এ ধরনের সমস্যা হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অন্যথায় ব্যাপক ক্ষতির সম্ভাবনা থাকে।

বক্তারা এসময় কিডনি রোগের ঝুঁকি কমাতে ব্যাপক জনসচেতনা সৃষ্টির তাগিদ দেন।
 
বিশ্ব কিডনি দিবস সামনে রেখে উন্নয়ন সংগঠন পবা ‘সুস্থ জীবন চর্চা ও কিডনি রোগ প্রতিরোধ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

পবার নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোজাহেরুল হক, বাংলাদেশ মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. কেএম হোসাইন তৌহিদ, আনোয়ার খান মেডিক্যাল কলেজের সার্জারী বিভাগের রেজিস্টার ডা. এটিএম মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।