ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

গাংনীতে টিকাদান বিষয়ক অ্যাডভোকেসি সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
গাংনীতে টিকাদান বিষয়ক অ্যাডভোকেসি সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির পিসিভি ও আইপিভি ভ্যাকসিন সংযোজন বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।



উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এম কে রেজা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল আলমসহ অনেকে বক্তব্য রাখেন।

এমটিইপিআই আব্দুর রশিদের সঞ্চালনায় অ্যাডভোকেসি সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।