চুয়াডাঙ্গা: টেকসই উন্নয়নে পানির ভূমিকা, স্থানীয় প্রেক্ষিত- প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (২২ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা।
এতে স্বাগত বক্তব্য রাখেন এনজিও ফোরাম কর্মকর্তা মনিরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, চুয়াডাঙ্গা জেলায় আর্সেনিকে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা ৬০৫। জেলার ৫১৪টি গ্রামের মধ্যে ২০৪টি গ্রামের পানিতে সহনীয় মাত্রার (০.০৫ পিপিএম) চেয়ে বেশি আর্সেনিক রয়েছে। আর্সেনিক আক্রান্ত রোগীর রয়েছে শতকরা ৪০ ভাগ।
আলোচনা সভায় চুয়াডাঙ্গার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫