ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বঙ্গবন্ধু মেডিকেলের নতুন উপাচার্য কামরুল হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
বঙ্গবন্ধু মেডিকেলের নতুন উপাচার্য কামরুল হাসান ডা. কামরুল হাসান খান

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের চেয়ারম্যান ডা. কামরুল হাসান খান।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ এ নিয়োগ দেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার জানিয়েছেন।

 

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ডা. কামরুল হাসান খানকে বিএসএমএমইউ’র উপাচার্য হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন।
 
অধ্যাপক ডা. কামরুল হাসান খান পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ও চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সহ সভাপতি।

দুই মেয়াদে ছয় বছর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শেষে মঙ্গলবার অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়াদ শেষ হওয়ায় কামরুল হাসানকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।