ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

শোক দিবসে ৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
শোক দিবসে ৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসা

ঢাকা: জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট শনিবার সারাদেশে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতাল এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে।



বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে এ আদেশ জারি করা হয়।

নির্দেশনায় ওই দিন সরকারি ছুটি সত্ত্বেও সব ধরনের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে দরিদ্র ও দুঃস্থ মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

গ্রাম পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোতেও হেলথ কেয়ার প্রোভাইডারদের উপস্থিত থেকে সাধারণ মানুষকে সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এমএন/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।