রাজশাহী: এইচআইভি-এইডস রোগের চিকিৎসার জন্য রাজশাহীতে প্রথম চালু হলো এইডস সেবাকেন্দ্র।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগে আনুষ্ঠানিকভাবে এ কেন্দ্রের উদ্বোধন করেন হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, বিএমএ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ডা. খলিলুর রহমান, কনফিডেন্ট অ্যাপ্রোচ টু এইডস প্রিভেনশন (ক্যাপ) মেডিকেল কনসালট্যান্ট ডা. মোস্তাক পারভেজ প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, কনফিডেন্ট অ্যাপ্রোচ টু এইডস প্রিভেনশন (ক্যাপ) পরিচালিত এ কেন্দ্রে এইডস রোগের পরীক্ষাসহ সেবা পাবেন রোগীরা। সম্পূর্ণ বিনামূল্যেই সেবা মিলবে এখানে।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এসএস/এএ