ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

দুর্যোগে মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সরকারি সহায়তা কামনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
দুর্যোগে মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সরকারি সহায়তা কামনা

ঢাকা: বন্যা ও দুর্যোগে সরকারি-বেসরকারি সংস্থার পÿ থেকে ত্রাণ বিতরণ করা হয়। কিন্তু গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না।

এদের সরকারি সহায়তা দেওয়া প্রয়োজন বলে মনে করে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি)।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটি এ দাবি জানায়।

সংগঠনের সভাপতি প্রফেসর খালেদা খানমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক এএএসএম মতিউর রহমান, মহাসচিব নাসির আহমেদ বাবলু, মানবসম্পদ ব্যবস্থাপক ফসিয়ার রহমান প্রমুখ।

সংগঠনের চেয়ারম্যান খালেদা খান বলেন, দুর্যোগে চাল-ডাল-চিড়া-গুড়সহ নানা প্রকার খাদ্য সামগ্রী দুর্গত এলাকায় সরবরাহ করা হয়। কিন্তু শিশুরা কি এ ধরনের খাবার খেতে পারে? এদের জন্য বিকল্প ব্যবস্থা করতে আমরা সরকারি সহায়তা চাই।

১৯৫৩ সাল থেকে ২১টি জেলায় আমরা আমাদের পÿ থেকে এমন সহায়তা দিয়ে আসছি। আমরা চাই, প্রতিটি জেলায় এ সহায়তা দিতে।

বাংলাদেশ সময়:১৫৩৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এফবি/এসইউজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।