ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শেবাচিম হাসপাতালের পরিচালককে ওএসডি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
শেবাচিম হাসপাতালের পরিচালককে ওএসডি ফাইল ফটো

বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মু. কামরুল হাসান সেলিমকে ওএসডি করা হয়েছে।

তাকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে সংযুক্ত করা হয়েছে।



রাষ্টপ্রতির আদেশক্রমে বুধবার উপসচিব (পার-২) এ কে এম ফজলুল হক এ নির্দেশ দেন। বিষয়টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওএসডি করার কারণ  সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে, বরিশালের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে লিনেন ধৌতকরণ সামগ্রী সরবরাহ ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগে মেসার্স মনির এন্টারপ্রাইজের মো. মনিরুল ইসলাম শেবাচিম পরিচালক কামরুল হাসান সেলিমসহ ১৭ জনকে বিবাদী করে একটি নালিশি মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।