ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউর নতুন ট্রেজারার ডা. আলী আসগর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
বিএসএমএমইউর নতুন ট্রেজারার ডা. আলী আসগর ছবি: সংগৃহীত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রেজারার পদে নতুন নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) তিনি এ দায়িত্ব নেন।



অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল একই বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল ফ্যাকাল্টির ডিন, ডক্টরস হলের প্রভোস্ট এবং কনজারভেটিভ অ্যান্ড অ্যান্ডোডনটিকস বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি ১৯৯৮ সালে বিএসএমএমইউর প্রতিষ্ঠাকালীন ডেন্টাল বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০০৯ সালে কনজারভেটিভ অ্যান্ড অ্যান্ডোডনটিকস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব নেন এবং বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি কোর্সের ‘কোর্স ডাইরেক্টর’ নিযুক্ত হন।

ডা. আলী আসগর ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন। বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলা মেডিকেল অফিসার ও ডেন্টাল কলেজের লেকচারার পদে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এসইউজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।