ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মেডিকেলে অনলাইন ভর্তিতে কন্ট্রোল রুম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
মেডিকেলে অনলাইন ভর্তিতে কন্ট্রোল রুম

ঢাকা: সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার্থীদের জন্য অনলাইন কন্ট্রোল রুম খোলা হয়েছে।
 
স্বাস্থ্য অধিদফতরের এ কন্ট্রোল রুমে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা সেবা পাবেন।


 
আগামী ১৮ সেপ্টেম্বর তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাকেন্দ্রিক কার্যক্রমগুলো অনলাইনে সম্পন্ন করতে পারছেন তারা।
 
রোববার (১৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
এ কন্ট্রোল রুমের ফোন ও ফ্যাক্স নম্বরগুলো হচ্ছে- ৮৮১৮৭৩৬, ৮৮১৯৩৫৩, ৮৮২৫৪০০, ০১৫৫৫৫৫৫১৬৭ এবং ৯৮৮৬৬১২ (ফ্যাক্স)।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে প্রথম বর্ষে এমবিবিএস/বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ সেপ্টেম্বর। ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য অধিদফতরে এমবিবিএস/বিডিএস কোর্সে ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত কন্ট্রোল রুম খোলা হয়েছে।
 
মূল তথ্যগুলো চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান মেইল মারফতে মন্ত্রণালয়ে পাঠান।
 
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসকেএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।