ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মেডিকেল কোচিং বন্ধের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
মেডিকেল কোচিং বন্ধের নির্দেশ

ঢাকা: মেডিকেল ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা আনতে অবিলম্বে মেডিকেল কোচিং বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নির্দেশনাটি আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।



নির্দেশ পালনে সংশ্লিষ্ট সবাইকে তৎপর করতে নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়।  
 
রোববার (১৩ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব রেহানা ইয়াছমিন ৩০ আগস্ট, ২০১৫ তারিখে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
 
২০১৫-১৬ শিক্ষাবর্ষে বাংলাদেশের সরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ, ইউনিট, ইনস্টিটিউটে প্রথম বর্ষে এমবিবিএস/বিডিএস কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ সেপ্টেম্বর। ১৮ তারিখ পর্যন্ত এ নির্দেশনা কঠোরভাবে পালনে জোর দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু প্রতারক, দুর্নীতিবাজ ও কুচক্রীমহল কোচিং সেন্টারের নামে বা ব্যক্তিগতভাবে অনলাইন ব্যবস্থাপনাকে পুঁজি করে অতিসাধারণ কোমলমতি ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। মেডিকেল, ডেন্টাল কলেজ, ইউনিট, ইনস্টিটিউটে ভর্তির বিষয়ে ১০০ শতাংশ কমন সাজেশন অথবা কোনভাবে ভর্তি কর দেওয়ার আশ্বাস-নিশ্চয়তা দেয় তারা।

এসব কারণে এমন সিদ্ধান্ত উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় অধিকতর স্বচ্ছতা আনতে কোচিং সেন্টারগুলো এখন থেকে আগামী ১৮ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।
 
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫/আপডেট ১৬৪৪ ঘণ্টা
এসকেএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।