ঢাকা: সবার জন্য সুপেয় পানি সরবরাহ ও শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে “জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৫”।
এ বছরের স্যানিটেশন মাসের প্রতিপাদ্য হচ্ছে- “সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন”।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেক এ তথ্য জানানো হয়। স্যানিটেশন মাস উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ থেকে জানানো হয়, ২০০৩ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের শতকরা ৪২ ভাগ লোক উন্মুক্ত স্থানে মলত্যাগ করতো। বর্তমানে উন্মুক্ত
স্থানে মলত্যাগের পরিমাণ শতকরা ১ ভাগে নেমে এসেছে। বিশ্বের যে ১৬টি দেশ উন্মুক্ত স্থানে মলত্যাগ শতকরা ২৫ ভাগের বেশি হ্রাস করতে সক্ষম হয়েছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম।
সরকারি তথ্য বিবরণীতে আরো বলা হয়, শহর ও বস্তি এলাকায় উন্নত স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি।
** খোলা স্থানে মলত্যাগ কমেছে ৪১ শতাংশ
বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসএমএ/আরআই