রাজশাহী: চাকরি স্থায়ীকরণ ও প্রস্তাবিত ট্রাস্ট আইনের ২২ এর ঘ ধারা বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে কমিনিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের সংগঠন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশন।
শুক্রবার (০২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামের দরিদ্র মানুষের জরুরি স্বাস্থ্যসেবা দিতে কাজ করছে কমিউনিটি ক্লিনিক। কিন্তু কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকরি স্থায়ী না করে উল্টো ট্রাস্টের অধীনে নিয়ে যাওয়া হচ্ছে। এতে স্বাস্থ্যকর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে।
তাই অবিলম্বে দাবি পুরণ না হলে কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্য সেবা বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
এতে বক্তব্য রাখেন- কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার সভাপতি সায়েম হাসান ও সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ আরো অনেকে।
মানববন্ধনে রাজশাহী জেলার ২৩৮টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এসএস/বিএস