ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

পঞ্চগড়ে ইমামদের নিয়ে প্রজনন স্বাস্থ্য বিষয়ক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
পঞ্চগড়ে ইমামদের নিয়ে প্রজনন স্বাস্থ্য বিষয়ক সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: প্রজনন স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষে পঞ্চগড়ে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) সকালে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) পঞ্চগড় বিশেষ কর্ম ইউনিট কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।



এফপিএবি পঞ্চগড় ইউনিটের অবৈতনিক সম্পাদক আব্দুল মান্নান বাদলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- পরিবার পরিকল্পনা অধিদফতর পঞ্চগড়ের উপ-পরিচালক ডা. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান।

সভায় পঞ্চগড় পৌর এলাকার প্রতিটি মসজিদের ইমাম ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার সঞ্চালন করেন এফপিএবি পঞ্চগড় বিশেষ কর্ম ইউনিটের সহকারী জেলা কর্মকর্তা মো. কমরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।