ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

৬ দফা দাবিতে স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি স্বাস্থ্যকর্মীদের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
৬ দফা দাবিতে স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি স্বাস্থ্যকর্মীদের

ঢাকা: ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন স্বাস্থ্যকর্মীরা। বুধবার (০৪ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের মাধ্যমে স্মারকলিপিটি পাঠায় বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন।



দাবিগুলো হচ্ছে- স্বাস্থ্যকর্মীদের স্বতন্ত্র নিয়োগবিধি, স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা ও স্বাস্থ্য পরিদর্শকদের ১০ম গ্রেড প্রদান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক নিয়মিত করা,  জনসংখ্যার ক্রমবর্ধমান হারে পদ সৃষ্টি করা এবং ৮ম জাতীয় বেতন কমিশনে স্বাস্থ্যকর্মীদের গ্রেড মূল্যায়ন করা।

স্বাস্থ্যকর্মীদের ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি মহাপরিচালকের হাতে তুলে দেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হারুন অর রশীদ ও সদস্য সচিব  মোঃ আসাদুজ্জামান পান্নার নেতৃত্বে প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন ফারুক আলম, পিযুষ কুমার দাস, স্বপন কুমার দেবনাথ, আসাদ, সোহরাব, নাজমা আক্তার, হারুন মুন্সি, জাকির হোসেন প্রমুখ।

এর আগে গত ১১ অক্টোবর সারাদেশে সকল উপজেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবরে, ১৮ অক্টোবর দেশের সকল সিভিল সার্জন বরাবরে এবং ২৯ অক্টোবর দেশের সাত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবরে দাবির সমর্থনে স্মারকলিপি প্রদান করেন স্বাস্থ্যকর্মীরা।

অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হারুন অর রশীদ ও সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান পান্না জানান, ধারাবাহিক আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ২০ নভেম্বর সকাল দশটায় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে ৪৫ মিনিটব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।  

তারা জানান, এর পরও যদি কার্যকর পদক্ষেপ গ্রহন করা না হয় সেক্ষেত্রে মানববন্ধন কর্মসূচি থেকে দেশব্যাপী হাজার হাজার অস্থায়ী রুটিন টিকাদান কর্মকাণ্ড বন্ধ, কমিউনিটি ক্লিনিকের তদারকি ও অন্যান্য জরুরি কার্যক্রম বর্জনসহ আরও কঠিন কর্মসূচির সিদ্ধান্ত আসতে পারে। এতেও দাবি পূরণ না হলে জাতীয় মহাসমাবেশ থেকে কঠিন কর্মসূচি গ্রহণ করতে সংগঠন বাধ্য হবে।

স্বাস্থ্যসেবার বৃহত্তর স্বার্থে বিষয়টির আশু সমাধানের জন্য সরকার-সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বানও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।