ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিসিকে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
সিসিকে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

সিলেট: ‘ভিটামিন-এ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান’- স্লোগানে সারা দেশের মতো সিলেটেও পালিত হচ্ছে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০১৫ (২য় রাউন্ড)।

শনিবার (১৪ নভেম্বর) সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব।

এদিন সকাল ৯টায় নগরীর ধোপাদিঘীর পারে বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্রে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
 
এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সচিব সাবেরা আক্তার, সীমান্তীক এর প্রজেক্ট ম্যানেজার পারভেজ আলম, ইপিআই সুপারভাইজার ভূপাল রঞ্জন চন্দ প্রমুখ।

সিসিক সূত্র জানায়, এবার সিটি করপোরেশনের ২৭ ওয়ার্ডে ৩০টি স্থায়ী, ৯০টি অস্থায়ী কেন্দ্র এবং অতিরিক্ত একশোটি ভ্রাম্যমাণ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

৬ মাস থেকে ১১ মাস বয়সীদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচি চলবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা নভেম্বর ১৪, ২০১৫
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।