রাজশাহী: কর্মস্থান সৃষ্টিসহ চার দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা।
রোববার (১৫ নভেম্বর) মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন করা হয়।
ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় শাখা আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেন।
চার দফা দাবি তুলে ধরেন ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি নাজমুল হুদা।
দাবিগুলো হলো- ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা, ইন্টার্ন ভাতার ব্যবস্থা করা, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে ১০ম গ্রেডে নিয়োগ এবং বেসরকারি ক্লিনিক হাসপাতালে ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি করা।
দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিটির সহ-সভাপতি আবু হেনা রিপন, সাধারণ সম্পাদক শাহীন আলম, সদস্য হুমায়ন কবির ও ইসমাইল হোসেন।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসএস/এএ