ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শক্তিবর্ধক ও ক্লান্তি দূরকারী ৪ খাবার

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
শক্তিবর্ধক ও ক্লান্তি দূরকারী ৪ খাবার

ঢাকা: কাজ করতে করতে অনেকে সহজেই ক্লান্ত অনুভব করেন। শরীর অচল হয়ে পড়ে।

মনে হয় একটু বিশ্রাম নিয়ে নিই।

গবেষণায় দেখা গেছে, ব্রেকফাস্ট সচেতনতাও মনোযোগ বাড়ায়। ভালো ও পরিপূর্ণ ব্রেকফাস্ট সারাদিনে অতিরিক্ত খাওয়া, স্থ‍ূলতা, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায়।

তবে ব্রেকফাস্টে কী খাচ্ছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাডেমি অব নিউট্রিশন ও ডায়েটিক্স জার্নাল সারদিনের শক্তির জন্য ও শরীরকে কর্মক্ষম রাখতে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার ও সহনশীলতার জন্য প্রোটিন খাওয়ার পরামর্শ দিয়েছে। এক্ষেত্রে সহজলভ্য কী কী খাবার খাওয়া যেতে পারে তার একটি ছোট তালিকা দেখে নেওয়া যাক-

গমের বনরুটি ও পনির
একটি মাঝারি গমের বনরুটিতে থাকে দুইশো ৭০ ক্যালরি ও ১.৭০ গ্রাম ফ্যাট। এর সঙ্গে খেতে পারেন এক চা চামচ লো-ফ্যাট ক্রিম চিজ। এতে যোগ হলো আর ৯৭ ক্যালোরি ও ৯.৯১ গ্রাম ফ্যাট। পুরো খাবারটিতে পাওয়া যাবে তিনশো ৬৭ ক্যালরি ও ১১.৬১ গ্রাম ফ্যাট।  

ফ্লেক্স, ফল ও টকদই
টকদই ও ফ্লেক্স অত্যন্ত জনপ্রিয় কম্বিনেশন। টকদইতে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন এ, রিবোফ্লাভিন, ফসফরাস ও পটাশিয়াম। বাড়তি পটাশিয়াম যোগ করতে কলা ব্যবহার করতে পারেন। সঙ্গে রাখেতে পারেন প্রিয় অন্যান্য ফলও।

গমের রুটি ও হার্ড বয়েলড এগ
হার্ড বয়েল এগ বলতে ডিমের কুসুম শক্ত হয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করুন। এতে রয়েছে আপনার শরীরের প্রয়োজনীয় প্রোটিন ও ফ্যাট। তবে এটি কার্বোহাইড্রেটের গুরুত্বপূর্ণ উৎস না হওয়ায় যোগ করতে পারেন গমের রুটি।


এগ স্ক্রাম্বল, ফল ও পিনাট বাটার
দুধ ও মাখন দিয়ে এগ স্ক্রাম্বল করে খাওয়া যেতে পারে। একশো গ্রাম এগ স্ক্রাম্বলে রয়েছে প্রায় দেড়শো ক্যালরি। আরও রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি ও ভিটামিন বি-১২। সঙ্গে আপেল গোল গোল করে কেটে প্রতি স্লাইসে পিনাট বাটার দিয়ে খাওয়া যেতে পারে। যাতে পাওয়া যাবে ফ্যাট, ডায়েট্রি কার্বোহাইড্রেট ও প্রোটিন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।