ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

নার্সরা পরবেন আধুনিক পোশাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
নার্সরা পরবেন আধুনিক পোশাক ছবি: সংগৃহীত

ঢাকা: দ্রুতই বাংলাদেশের নার্সদের আধুনিক ও রোগীবান্ধব পোশাকে দেখা যাবে।
 
দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, সিএমএইচ ও বিদেশের বেশ কয়েকটি হাসপাতালের পোশাককে নমুনা মেনে উপযুক্ত পোশাকটি নির্বাচন করা হচ্ছে।


 
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে নার্সদের জন্য প্রস্তাবিত পোশাক বিধি সংশোধন সংক্রান্ত কমিটির সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
পোশাক আধুনিকায়নের বিধি সংশোধনে তার নির্দেশে আগেই গঠিত হয়েছে ৭ সদস্যের কমিটি। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি কাজ করছে।

বৈঠকে মন্ত্রী ‘অধিকতর কার্য-সহায়ক ও রোগীবান্ধব পোশাক’ নির্বাচনে দ্রুত কাজ সম্পন্ন করতে কমিটিকে আবারও নির্দেশ দেন।
 
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মো. নূর হোসেন তালুকদারসহ মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসকেএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।