ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, দেশের দরিদ্র মানুষ যেন কোনোভাবেই চিকিৎসকদের সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে স্বাচিপ-এর নতুন নেতৃত্বকে বিশেষ দৃষ্টি দিতে হবে।
কমিটির সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজসহ সব সদস্যকে অভিনন্দন জানিয়ে তিনি এ আহ্বান জানান।
বুধবার (১৮ নভেম্বর) মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী মন্ত্রীর পক্ষে এ বার্তা পাঠান।
দেশের মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগকে এগিয়ে নিতে স্বাচিপ-এর নতুন কমিটির নেতারা সহযোগিতা করবেন বলে স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।
তিনি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে পরিষদের সব চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসকেএস/এমজেএফ/