ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

আন্তর্জাতিক লাং হেলথ সম্মেলন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আন্তর্জাতিক লাং হেলথ সম্মেলন শুরু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীতে ফুসফসের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা ভিত্তিক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন লাং হেলথ শুরু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দুইদিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।



বাংলাদেশ লাং ফাউন্ডেশন আয়োজিত এ সম্মেলন শুক্রবার শেষ হবে। এতে দেশ বিদেশের ফুসফুসের বিভিন্ন রোগ বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ড. রাশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, লাং
ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ড. মো. আলী হোসেন, ট্রেজারার ড. আসিফ মুর্তজা, বক্ষব্যাধি হাসপাতাল ও ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভূটান, নেপালসহ মোট ১৮টি দেশের ৪০ জন বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।
যক্ষা, কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যাথাসহ নানা রোগ নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
একে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।