ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

এইডস প্রতিরোধে ধর্মের ব্যবহার চান স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
এইডস প্রতিরোধে ধর্মের ব্যবহার চান স্বাস্থ্যমন্ত্রী ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এইডস প্রতিরোধে বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় অনুশাসনকে বড় সুবিধা বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসনকে কাজে লাগানোরও আহ্বান জানান তিনি।



‘বিশ্ব এইডস দিবস-২০১৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে এ আলোচনার আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এবার দিবসটির প্রতিপাদ্য ধরা হয়েছে, ‘এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই, এই আমাদের অঙ্গীকার। ’

মন্ত্রী বলেন, আমাদের সমাজের সবচে বড় সুবিধা, আমরা ধর্মীয় অনুশাসন মানি। এ সুবিধাকে কাজে লাগাতে হবে। ধর্মের নিষেধাজ্ঞাগুলো এখনো মেনে চলা হয় বলে রোগটি সেভাবে ছড়াতে পারছে না। আমাদের এখানে সব ধর্মই সুন্দরভাবে মানা হয়।

আগামী মার্চে আই-ক্যাপ সম্মেলনটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

মোহাম্মদ নাসিম আরও বলেন, এইডস মোকাবেলায় গণমাধ্যম, অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে, যাতে অবৈধ কিছু করতে না পারে।

তিনি বলেন, রোগ প্রতিরোধ করবো, কিন্তু রোগীকে অস্পৃশ্য করা যাবে না। রোগীকে চিকিৎসা ও সহযোগিতা দিতে হবে।

বিত্তবানদের প্রতি তিনি এ বিষয়ে সহযোগিতার আহবান জানান।

বিভিন্ন জোনাল এজেন্সি এইডস প্রতিরোধে সহযোগিতা করছে। এইডস রোগীদের জন্য কাজ করে বাংলাদেশের উপকার করছেন উল্লেখ করে তিনি উপস্থিত লিও কেনিকে ধন্যবাদ জানান।

এর আগে মন্ত্রী জানান, চলতি বছর এইচআইভিতে নতুন আক্রান্তের সংখ্যা ৪৬৯ জন, এ রোগে ভুগে মারা গেছেন ৯৫ জন।

১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত সারা দেশে রোগটিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১শ’ ৪৩ জন এবং মারা গেছেন ৬৫৮ জন।

স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসকেএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।