ঢাকা: সার্জারিতে নতুন ও অনন্য অবদানের জন্য ‘আছির মেমোরিয়াল গোল্ড মেডেল’ পেলেন মেজর জেনারেল অধ্যাপক হারুনুর রশিদ, আর ‘আইকন অব সার্জনস’ খেতাব পেলেন অধ্যাপক গোলাম রসুল।
রাজধানীতে চলছে ১৩তম ইন্টারন্যাশনাল সার্জিক্যাল কংগ্রেস ও সার্ক সার্জিক্যাল কংগ্রেস।
‘সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ’ সম্মেলনটির আয়োজন করে আসছে।
‘আইকন অব সার্জনস’ খেতাব আরও যারা পেয়েছেন তারা হলেন- নেপালের রামপ্রসাদ শ্রেষ্ঠ, পাকিস্তানের মুমতাজ মাহের, ভারতের সতীশ কে. শুক্লা ও শ্রীলঙ্কার চান্না রত্নাতুঙ্গা।
খেতাবটি মূলত যার যার দেশ থেকে মনোনীত শ্রেষ্ঠ সার্জনদের দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত রয়েছেন এবং সম্মাননা হাতে তুলে দিচ্ছেন।
চারদিনের এ কংগ্রেসটি শুরু হয়েছে শুক্রবার (০৪ ডিসেম্বর)। প্রথম, তৃতীয় ও চতুর্থ দিনের সেশনগুলোর স্থান বরাদ্দ রাজধানীর মহাখালীতে, শনিবারের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানটি বিআইসিসিতে করা হয়েছে।
আফগান প্রতিনিধি ছাড়া অন্য দেশগুলোর প্রতিনিধিরা এতে উপস্থিত রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসকেএস/আইএ
** অভিজ্ঞতা বিনিময় করছেন সার্কের সার্জনরা