ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের মনোবল বাড়াতে সাভারে ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের মনোবল বাড়াতে সাভারে ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের মনোবল বাড়াতে সাভারে ক্যাম্পের আয়োজন করেছে ডেনমার্কের বহুজাতিক স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে সাভারের খাগান এলাকায় ব্র্যাক সিডিএম-এ ক্যাম্পের আয়োজন করা হয়।

এতে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় ৮০ জন ডায়াবেটিসে আক্রান্ত শিশু অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জ্যাকব হ্যাগাড বলেন, ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের জীবনমান উন্নয়ন, মানসিক দৃঢ়তা, আত্মপ্রত্যয়ী ও অত্মবিশ্বাসী হতে সাহায্য করার লক্ষ্যে বাংলাদেশে সবচেয়ে বড় ক্লিনিক চালু করা হয়েছে।

ক্যাম্পে উপস্থিত ছিলেন নভো নরডিস্কের ব্যবস্থাপনা পরিচালক এ রাজন কুমার, বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক এ কে আজাদ খান, ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রসূতি সেবা বিভাগের পরিচালক অধ্যাপক কিশোয়ার আজাদ।

অনুষ্ঠান শেষে এক মনোঙ্গ সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন ক্লোজাপ ওয়ান শিল্পী রাজিব ও নিশিতা।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।