ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

গোপালগঞ্জে শিশুদের অধিকার বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
গোপালগঞ্জে শিশুদের অধিকার বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: অটিজম ও স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার বিষয়ক সচেতন করতে গোপালগঞ্জে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অটিস্টিক একাডেমি স্থাপন প্রকল্পের আওতায় রোববার (২০ ডিসেম্বর) সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



কর্মশালায় অটিস্টিক শিশুর বাবা-মা, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি ও মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশানার (ভূমি) কামরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেশমা আক্তার হাসি, খুলনা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগী অধ্যাপক চণ্ডীদাস সাহা, ডা. গাজী ইয়াসিনুল ইসলাম ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।