ভোলা: বিনামূল্যে চক্ষু, স্বাস্থ্যসেবা এবং ওষুধ বিতরণের মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিনে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্যসেবা ক্যাম্প।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার গঙ্গাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গ্রামীন জন উন্নয়ন সংস্থার আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় এক হাজার অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, সমন্বয়কারী হুমায়ুন কবির, সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী মো. হেলাল উদ্দিন প্রমুখ।
রোগীদের চিকিৎসা দেন ডা. মশিউর রহমান খান, ডা. শফিকুল ইসলাম খান, তিশাদুর রহমান বাপ্পি প্রমুখ।
গত কয়েক বছর ধরে এ সংস্থাটি দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন ও আত্মমানবতার সেবায় কাজ করে আসছে। এ সময় বিনামূল্যে চিকিৎসা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রোগীরা।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএ