ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ উপাচার্য-শিকাগো বিশ্ববিদ্যালয় শিক্ষকের সাক্ষাৎ

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বিএসএমএমইউ উপাচার্য-শিকাগো বিশ্ববিদ্যালয় শিক্ষকের সাক্ষাৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সঙ্গে শিকাগো ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ বিভাগের শিক্ষক অধ্যাপক হাবিবুল আহসান সাক্ষাৎ করেছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।



এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, পাবলিক হেলথ ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান, পাবলিক হেলথ বিশেষজ্ঞ ডা. তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, চিকিৎসা সেবা বিশেষ করে ক্যান্সার ও হৃদরোগের ক্ষেত্রে গবেষণা কাজে সহায়তায় সমঝোতা স্মারক চুক্তির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।