ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

চিকিৎসকদের ধুমপান না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
চিকিৎসকদের ধুমপান না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম

ঢাকা: চিকিৎসকদের ধুমপান না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম।

শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক)  কে-৭৩ ব্যাচের নবীণবরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।



ঢামেকের পাশে ড. মিলন অডিটোরিয়োমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১শ’ ৯৭ জন নতুন শিক্ষার্থীকে স্বাগত জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা চিকিৎসক। আপনারা ধুমপান থেকে বিরত থাকবেন। আগামীতে ‌আইন করে অধুমপায়ীদের সার্টিফিকেটের ব্যবস্থা করা হবে।

মন্ত্রী করে বলেন, এর আগে ৬শ ডাক্তারকে গ্রামে পাঠ‍ানো হয়েছে। তোম‍াদেরকেও গ্রামে গিয়ে হতদরিদ্র মানুষের সেবা করতে হবে।

তিনি আরো বলেন, সবাই নিজ নিজ প্রতিষ্ঠান থেকে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করে ঢামেকে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু অনেকের মিথ্যা অভিযোগের ভিত্তিতে এই শিক্ষার্থীদের ২ মাস অনিশ্চয়তার মধ্যে রাখা হয়েছিলো। এই বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা প্রমাণ করেছি যে মেধার যোগ্যতায় তোমরা এখানে ভর্তি হয়েছো।

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু দক্ষ চিকিৎক  হলে চলবে না চিকিৎসা সেবায় আন্তরিক হতে হবে। ভালোবাসা দিয়ে রোগীদের সেবা করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ইসমাইল হোসেন খান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, বিএমএ’র মহাসচিব ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইকবাল আর্সেনাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এজেডএস/জেডএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।