ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সালথায় বিনামূল্যে প্রতিবন্ধী চিকিৎসা ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
সালথায় বিনামূল্যে প্রতিবন্ধী চিকিৎসা ক্যাম্প

ফরিদপুর: প্রতিবন্ধীদের শারীরিক বিভিন্ন ব্যথা নিরাময়ে ফরিদপুরের সালথায় দুই দিনব্যাপী প্রতিবন্ধী চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে।

জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহযোগী প্রতিষ্ঠান জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে সালথা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্প শুরু হয়।

ক্যাম্পে উপজেলার অর্ধশতাধিক প্রতিবন্ধীকে বিনামূল্যে ব্যথা নিরাময়ের থেরাপি দেওয়া হবে।

এ ব্যাপারে চিকিৎসা ক্যাম্পের দায়িত্বে থাকা ফিজিও থেরাপি বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ আব্দুল হাকিম বলেন, প্রতিবন্ধীদের ব্যথা নিরাময়ে বিনামূল্যে থেরাপি দেওয়া হচ্ছে। যেসব প্রতিবন্ধী এখনও হুইল চেয়ার পায়নি তাদের তালিকা নেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের হুইল চেয়ার দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরকেবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।