ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

লালমনিরহাটে মাতৃ মৃত্যুর হার কমাতে ক্যাম্পেইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
লালমনিরহাটে মাতৃ মৃত্যুর হার কমাতে ক্যাম্পেইন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: মাতৃ মৃত্যুর হার কমাতে ও নবজাতকের সঠিক যত্ন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে লালমনিরহাট পরিবার পরিকল্পনা বিভাগ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে শহরের আরডিআরএস কার্যালয় হল রুমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হাবিবুর রহমান।



লালমনিরহাট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডা. হারুন অর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আ.স.ম আব্দুস ছামাদ।

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মমতাজ বেগম, জেলা তথ্য অফিসার মাহফুজার রহমান।

ছোট পরিবার রাখা, পুষ্টি, এএনসি, নিরাপদ প্রসব, পিএনসি ও নবজাতকের যত্ন বিষয়ে সচেতনতামূলক এ ক্যাম্পেইনে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।