ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় সাতক্ষীরা প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এসব উপকরণ বিতরণ করে।



অনুষ্ঠানে সাতক্ষীরা প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান।

এসময় আরো বক্তব্য রাখেন- সাংবাদিক সেলিম রেজা মুকুল, আব্দুস সাত্তার, আব্দুস সামাদ ও মোক্তার হোসেন টুটুল।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদে পরিণত করা সম্ভব। তাদের সমাজের মূল ধারায় আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এসময় ২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৬০ প্রতিবন্ধীকে  খাদ্য উপকরণ (হরলিক্স) দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।