সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় সাতক্ষীরা প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এসব উপকরণ বিতরণ করে।
অনুষ্ঠানে সাতক্ষীরা প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান।
এসময় আরো বক্তব্য রাখেন- সাংবাদিক সেলিম রেজা মুকুল, আব্দুস সাত্তার, আব্দুস সামাদ ও মোক্তার হোসেন টুটুল।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদে পরিণত করা সম্ভব। তাদের সমাজের মূল ধারায় আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় ২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৬০ প্রতিবন্ধীকে খাদ্য উপকরণ (হরলিক্স) দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসআই