ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

রাজবাড়ীতে স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
রাজবাড়ীতে স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: জরায়ু-মুখ, স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজবাড়ী সদর হাসপাতাল এ কর্মসূচির আয়োজন করে।



হাসপাতাল চত্বর থেকে শহরে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের হাসপাতালে গিয়ে শেষ হয়। পড়ে সিভিল সার্জন ডা. মো. মাহবুবুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে বক্তব্য রাখেন-  রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এসএম হান্নান, শিশু বিশেষজ্ঞ ডা. একেএম গোলাম ফারুক, এফসিপিএস গাইনি বিশেষজ্ঞ ডা. সেলিনা কামাল রিমা, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বিমল চন্দ্র ব্যাপারী ও মেডিকেল টেকনোলোজিস্ট মো. সামসুদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।