ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ট্রি-ম্যানে আক্রান্ত আবুলের চিকিৎসায় মেডিকেল বোর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
ট্রি-ম্যানে আক্রান্ত আবুলের চিকিৎসায় মেডিকেল বোর্ড ছবি:কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ট্রি-ম্যান রোগে আকান্ত আবুল হোসেনের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে হাসপাতালের বার্ন ইউনিটের প্রফেসর ডা. মো. আবুল কালামকে প্রধান করে ৬ সদস্যের এ মেডিকেল বোর্ড গঠন করা হয়।



বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক প্রফেসর ডা. সামন্ত লাল সেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ছয় সদস্যের মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন- প্রফেসর ডা. সামন্ত লাল সেন, প্রফেসর ডা. মো. সাজ্জাদ খন্দকার, প্রফেসর ডা. রায়হানা আওয়াল, মেডিসিন বিশেষজ্ঞ ডা. প্রফেসর খান মো. আবুল কালাম আজাদ ও চর্ম রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এমদাদুল হক।

এর আগে শনিবার (৩০ জানুয়ারি) সকালে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসেন খুলনার আবুল হোসেন (২৬)।  

এরপর আবুল হোসেনের এ রোগটিকে বিরল রোগ হিসেবে আখ্যা দিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা গত ১০ বছর এ ধরনের অসুখে ভুগছেন বলে জানিয়েছেন আবুল হোসেন।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এজেডএস/জেডএফ/এমএ

**  আঙুল থেকে গাছের শেকড়! বাংলাদেশে ট্রি-ম্যান রোগ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।