ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

রায়পুরে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
রায়পুরে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ সময় প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।



শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী রায়পুর রাখালিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কোষাধ্যক্ষ ও অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুলের ব্যক্তিগত উদ্যোগে ডা. আবদুল হাই ফাউন্ডেশন এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে।

এতে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের গরীব অসহায়দের মেডিসিন, গাইনি, ডেন্টিস্ট, চর্ম, যৌন-এলার্জি, শিশু রোগ, নাক, কান ও গলা রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়।
 
লক্ষ্মীপুর জেলা বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, জেলা স্বাচিপের সভাপতি ডা. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. রত্নদ্বীপ পালের নেতৃত্বে এ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

এসময় রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসমাইল খোকন উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।