ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ঝিনাইদহে প্রতিবন্ধীদের জন্য ভ্রাম্যমাণ থেরাপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ঝিনাইদহে প্রতিবন্ধীদের জন্য ভ্রাম্যমাণ থেরাপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে প্রতিবন্ধীদের জন্য ভ্রাম্যমাণ থেরাপি কার্যক্রম শুরু হয়েছে।

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এ কার্যক্রম পরিচালনা করছে।



রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম আলম তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো. রেজাউর রহমান, ঝিনাইদহ জেলা সমাজ সেবা উপ-পরিচালক আব্দুল মতিন প্রমুখ।

ঝিনাইদহ ও শৈলকুপা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় ভ্রাম্যমাণ থেরাপি দুই উপজেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।