ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরগুনায় নারীর প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
বরগুনায় নারীর প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনায় নারী পুলিশ ও পুলিশ পরিবারের নারীদের জন্য প্রজনন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় বরগুনা পুলিশ লাইন মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও মেরি-স্টোপস যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

বরগুনার পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী রত্না হালদার।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, বরগুনা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার তাসকিয়া সিদ্দিকীসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।