ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিশ্ব কিডনি দিবস

বিএসএমএমইউ’তে শিশুদের জন্য ফ্রি স্ক্রিনিং প্রোগ্রাম

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
বিএসএমএমইউ’তে শিশুদের জন্য ফ্রি স্ক্রিনিং প্রোগ্রাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিনামূল্যে শিশুদের কিডনি রোগ নির্ণয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শুরু হয়েছে ফ্রি স্ক্রিনিং প্রোগ্রাম।

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এ কর্মসূচির উদ্বোধন করেন।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।

এতে সভাপতিত্ব করেন শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, শিশু কিডনি বিভাগের অধ্যাপক ডা. গোলাম মাঈনুদ্দীন, অধ্যাপক ডা. রণজিত রঞ্জন রায়, শিশু কিডনি বিশেষজ্ঞ ডা. সৈয়দ সাইমুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কামরুল হাসান খান বলেন, বাংলাদেশ কিডনি রোগের চিকিৎসায় পিছিয়ে নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিডনি রোগীদের সুচিকৎসার ব্যবস্থা রয়েছে। কিডনী রোগীদের এখন আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই।

সভাপতির বক্তব্যে শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু কিডনি বিভাগে ট্রান্সপ্ল্যান্ট, ডায়ালাইসিস ছাড়াও ক্রনিক ও একিউট কিডনি রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার সব ব্যবস্থা রয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।