ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

স্বাস্থ্য

শিশুদের কিডনি সমস্যার প্রধান কারণ ডায়রিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
শিশুদের কিডনি সমস্যার প্রধান কারণ ডায়রিয়া

ঢাকা: বাংলাদেশে শিশুদের কিডনি সমস্যার সংখ্যা বাড়ছে। এর প্রধান কারণ হিসেবে ডায়রিয়াকেই চিহ্নিত করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।



সেভ লাইফ ফাউন্ডেশন অ্যান্ড গিফট লাইফ ফাউন্ডেশন’র উদ্যোগে বুধবার (১৬ মার্চ) রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে ‘কিডনি রোগ: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
 
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. হারুন অর রশীদ, অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক শীতেষ চন্দ্র বাছার, রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এম এম সালেহীন, সেভ লাইফ ফাউন্ডেশন অ্যান্ড গিফট লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সহেলী আহমেদ প্রমুখ।
 
ডা. হারুন বলেন, বাংলাদেশে শিশুদের হঠাৎ কিডনি বিকলে প্রথম ও প্রধান কারণ ডায়রিয়া। তাই ডায়রিয়া যেন না হয় সেজন্য যথেষ্ঠ পরিমাণে খাবার স্যালাইন খাওয়াতে হবে। খাবার স্যালাইনের পাশাপাশি স্বাভাবিক পানিও পান করতে হবে।
 
ড. সহেলী আহমেদ বলেন, বাংলাদেশের প্রায় দুই কোটিরও বেশি মানুষ কোনো না কোনোভাবে কিনডি রোগে ভুগছেন। আমাদের শিশু-কিশোরদের মধ্যে এ রোগ আশঙ্কাজনকভাবে বাড়ছে। কিডনি সমস্যা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
 
আলোচনা সভায় রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এমএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।