ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শেরপুরে যক্ষ্মা দিবসের র‌্যালি-সভা

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
শেরপুরে যক্ষ্মা দিবসের র‌্যালি-সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মা মুক্ত দেশ হবে’ প্রতিপাদ্যে বগুড়ার শেরপুর উপজেলায় বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।


 
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের করা র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে ব্র্যাকের শেরপুর অঞ্চলের সিনিয়র ব্যবস্থাপক (যক্ষ্মা কর্মসূচি) মনিরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোখলেছুর রহমান, ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, মোমিনুল ইসলাম প্রমুখ।
 
কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য সেবিকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এমবিএইচ/এএটি/আরএম
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।