ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

স্বাস্থ্য

ক্রিয়েটিভ ৫ টিফিন আইডিয়া!

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
ক্রিয়েটিভ ৫ টিফিন আইডিয়া!

ঢাকা: স্কুলে বাচ্চার টিফিন দেওয়া নিয়ে বাবা-মায়ের ভোগান্তির শেষ নেই। কোন খাবারটা পেলে সন্তান টিফিনবাটি সাবাড় করবে সেটা ভাবতে হয় রোজ।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমাবাসী বিউ কফরন নিজে একজন বাবা। স্কুলের শুরু থেকে নিজের সন্তানকে তিনিই টিফিন বানিয়ে দিচ্ছেন। কফরন দিয়েছেন কয়েকটি ক্রিয়েটিভ টিফিন আইডিয়া।

চমৎকার এসব আইডিয়াতে রয়েছে বেশ কয়েকটি ডিজনি থিমও। দেখে নেবো একবার-

নিমো লাঞ্চ

ড্রাই ম্যাঙ্গো দিয়ে বানানো হয়েছে নিমো। টকদই ও কিশমিশ দিয়ে চোখ। নীল জেলো দিয়ে তৈরি করা হয়েছে সমুদ্র। পাশের কচ্ছপটি তৈরি শিম আর ব্রোকোলি দিয়ে।

ইনসাইড আউট লাঞ্চ

আনন্দ যদি হয় স্যান্ডুইচ তবে! ময়দার ডো দিয়ে বানানো স্যান্ডুইচটি হচ্ছে আনন্দ, ফলগুলো হচ্ছে আবেগের রঙ। আর ফলের বল আকৃতির মানে  হচ্ছে স্মৃতি।

জোটোপিয়া লাঞ্চ

এখানে অফিসার জুডি হচ্ছে স্যান্ডুইচ। ব্রেড, চিজ আর জ্যামে ভর্তি! আর নিক ওয়াইল্ড হচ্ছে সুইট পেপার, চিজ আর ডো দিয়ে তৈরি।

নাইটমেয়ার বিফর ক্রিসমাস!

ভাত, নোরি (ভোজ্য শৈবাল), ব্ল্যাক রাইস, চিজ আর ড্রাই ম্যাঙ্গো দিয়ে তৈরি।

টিংকার বেল লাঞ্চ

টিংকার বেল চিজ, ব্রেড ও সবুজ শাক দিয়ে বানানো। টিংক লেখা হয়েছে আপেল আর আপেল সস দিয়ে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১১০ঘণ্ট‍া, এপ্রিল ০১, ২০১৬
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।