ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ময়মনসিংহে মিডওয়াইফদের পরিচিতি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
ময়মনসিংহে মিডওয়াইফদের পরিচিতি সভা ছবি: বাংলানিউজটোেয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে মিডওয়াইফদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিখিল চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে পরিচিত সভায় বক্তব্য দেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী মাহফুজুল করিম, জেলা ব্যবস্থাপক খালেদা খাতুন, মিডওয়াইফ রিনা রাণী সরকার প্রমুখ।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য পুষ্টি জনসংখ্যা কর্মসূচির আওতায় সভায় প্রসবকালীন মাতৃমৃত্যু ও ঝুঁকি কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, প্রতিটি মাকে সুস্থ ও সবল রাখা আবশ্যক, যাতে প্রসবকালীন সময় এবং এর আগে প্রত্যেক প্রসূতি নিজেকে স্বাস্থ্যসম্মত ফিটনেস রাখতে সক্ষম হন। মিডওয়াইফ প্রজেক্টর কার্যক্রম বৃদ্ধির ফলে আগামীতে শিশু ও মাতৃস্বাস্থ্য ঝুঁকি কমবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।