ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

প্রধানমন্ত্রীর সাক্ষাতের দাবিতে নার্সদের রাস্তা অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মে ৩০, ২০১৬
প্রধানমন্ত্রীর সাক্ষাতের দাবিতে নার্সদের রাস্তা অবরোধ ছবি: মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে আন্দোলনরত নার্সরা এবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাইলেন।

সোমবার (৩০ মে) দুপুর থেকে বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের কর্মীরা প্রেসক্লাবের রাস্তা অবরোধ করেছেন।

প্রায় দেড় ঘণ্টার অবরোধে প্রেসক্লাব, পল্টন, মতিঝিলসহ আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষা‍ৎ না হওয়া পর্যন্ত রাস্তা থেকে সরবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে নার্সরা টানা ২৮ দিন আন্দোলন করার পর ১ মে সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মিন্টো রোডের বাসায় নার্স নেতাদের ডেকে দাবি বিবেচনার আশ্বাস দেন।


বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ৩০, ২০১৬
একে/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।