ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

নার্স পদে ৯৪৮৪ জনকে নিয়োগের সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
নার্স পদে ৯৪৮৪ জনকে নিয়োগের সুপারিশ

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সেবা পরিদফতরের আওতায় ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগের মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

 

রোববার (৪ সেপ্টেম্বর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, এতে ৯ হাজার ৪৮৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে কমিশন।

 

গত ১১ জুলাই থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়, যাতে অংশ নেন ১০ হাজার ৯শ’ জন।

পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) সুপারিশকৃতদের তালিকা পাওয়া যাবে।

এছাড়া এসএমএস’র (PSCRegistration Number Send to 1622) মাধ্যমে ফল পাওয়া যাবে।

এর আগে গত ৭ জুন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়, যাতে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৯৫ জন। ৩ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় প্রার্থী সংখ্যা ছিলো ১৮ হাজার ৬৩ জন।

দ্বিতীয় শ্রেণির তিন হাজার ৬১৬টি সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের জন্য গত ২৮ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এতে আবেদন করেন ২৮ হাজার ৬৩ জন।

তথ্য বিভ্রাটের কারণে ১২৫ জনের ফল স্থগিত রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।