ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

ইবিতে স্তন ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে আলোচনা সভা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
ইবিতে স্তন ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে আলোচনা সভা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্তন ও জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাপ (ক্যান্সার অ্যাওয়্যারনেস প্রোগ্রাম ফর ওমেন) এ আলোচনা সভার আয়োজন করে।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমি ভবনের ৩৪১ নম্বর কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগের অধ্যাপক ড. রেবা মণ্ডল।

তিনি তার বক্তব্যে বলেন, নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারলেই ক্যান্সার কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব হবে। এজন্যই আমাদের এ আয়োজন।

সভায় আরো উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অ্যাসিসটেন্ট প্রফেসর আ. জলিল পাঠান, সাভার গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক রহমতুল্লাহ পারভেজ ও ক্যাপের প্রতিষ্ঠাতা মুছা করিম রিপনসহ বিভিন্ন বিভাগের শিক্ষর্থীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।